top of page

ফোন কল ( পর্ব - ২ )

Updated: Jun 12, 2021




ফোন কল ( পর্ব - ২ )

কলমে - রনি বক্সী ( Bong Boy Roni )


শেষ পর্যন্ত করলে ফোন

করলে অনেক প্রশ্ন

আমি নাকি নষ্ট করেছি

তোমার দেখা স্বপ্ন?


স্বপ্ন শুধু তুমি নও

দেখেছিলাম আমিও

পারলে আমায় দোষ দেওয়া

এবার একটু থামিও।।




আমি এক নারী বলে

সব দোষ যে আমার ।

আর তুমি হলে পুরুষ সিংহ

তাই এত অহংকার।।


করিনি আমি প্রেমের খেলা

দিইনি তোমায় কষ্ট ।

নিজেকে তুমি প্রশ্ন করো

কে আসলে নষ্ট ।।


নিজের দোষ পরেনা চোখে

হয়না তোমার লজ্জা

সেই রাত্রে বেশ্যালয়ে

কত করলে খরচা ?


ভেবেছিলে দেখবে না কেও

চুপি চুপি করবে ।

আর আমি ছেড়ে চলে গেলে

আমার গলা টিপে ধরবে ।।




ভালবাসার মানে বোঝো

নাকি শরীর পাবার লোভ ?

আর যখন শরীর পাওনা

তখন দেখাও নিজের ক্ষোভ।।


আর করোনা ছলনা তুমি

দিওনা আর কষ্ট ।

তোমার মতো ছেলেদের কাছে

সব মেয়েরাই নষ্ট।।


কাটিয়ে দিও বাকি জীবন

বেশ্যালয়ে গিয়ে ।

যেখানে তুমি পেয়ে যাবে

হাজার হাজার মেয়ে ।।


সেটাই হবে স্বর্গ তোমার

সুখে কাটাবে দিন ।

আসলে নষ্ট আমি নই

তুমিই চরিত্রহীন ।।



আশা করি প্রশ্নগুলোর

দিয়েছি আমি জবাব ।

এবার পারলে পালটে ফেলবে

নিজের এই স্বভাব ।।


আশা করি ভবিষ্যতে

করবে না আর ফোন ।

পাবে না আর ভেঙ্গে ফেলা

আমার এই মন ।।


এবার আমি রাখি

তুমি থাকো তোমার মতো

আর আমিও সুখে থাকি ।।




11 views0 comments

Recent Posts

See All
bottom of page